অভিষেকেই সফল পৃথ্বী।
নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই সাড়া ফেলে দিলেন পৃথ্বী শ। ওপেন করতে নেমে অনবদ্য অর্ধশতরান করলেন।
রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।শুরুতেই আর এক ওপেনার কেএল রাহুলের (০ রান) উইকেট হারালেও ইনিংস সামলে নেন নবাগত পৃথ্বী ও চেতেশ্বর পূজারা। পৃথ্বী একেবারে একদিনের মেজাজে খেলে অর্ধশতরান পূর্ণ করেন। পূজারাও ক্রিজে টিকে রয়েছেন।১৮ বছরের পৃথ্বী ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন। পৃথ্বী ১৮ বছর ৩২৯ দিনে অর্ধশতরান করেন।
রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।শুরুতেই আর এক ওপেনার কেএল রাহুলের (০ রান) উইকেট হারালেও ইনিংস সামলে নেন নবাগত পৃথ্বী ও চেতেশ্বর পূজারা। পৃথ্বী একেবারে একদিনের মেজাজে খেলে অর্ধশতরান পূর্ণ করেন। পূজারাও ক্রিজে টিকে রয়েছেন।১৮ বছরের পৃথ্বী ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন। পৃথ্বী ১৮ বছর ৩২৯ দিনে অর্ধশতরান করেন।