ঋষি কাপুর কি ক্যানসারে আক্রান্ত? গুঞ্জন বি-টাউনে!
নজরবন্দি ব্যুরোঃ চিকিত্সার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। যাওয়ার আগে ট্যুইট করে জানিয়েছিলেন, তাঁর রোগ নিয়ে কোনও স্পেকুলেশন না করা হয়।
সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। জল্পনা ছড়িয়েছে সোনালি বেন্দ্রের মতো নাকি ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুর।সেই কারণেই কি তিনি মা কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে হাজির হতে পারেননি? তবে গুঞ্জন থাকলেও, কাপুর পরিবারের পক্ষ থেকে এখনও অবধি এই নিয়ে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি ।
সম্প্রতি ঋষি কাপুরের করা একটি ট্যুইটের ওপর নির্ভর করেই গোটা বলিউডে এটি রটেছে । তবে ঋষির ট্যুইটে ক্যান্সারের উল্লেখ না থাকলেও, তিনি যে গুরুতর কোনও অসুখের চিকিত্সাতেই বিদেশে পাড়ি দিয়েছেন তা স্পষ্ট । তা ট্যুইটে তিনি ঠিক কী লিখলেন
ঋষি ট্যুইট করে লিখলেন, 'কিছুদিনের জন্য বলিউড থেকে বিদায় নিচ্ছি । শরীররটা একটু খারাপ । চিকিত্সার জন্য বিদেশে পাড়ি দিচ্ছি । ৪৫ বছরের কেরিয়ারে এই প্রথম বড় বিরতি আমার । আপানদের শুভেচ্ছা সঙ্গে থাকলেও, খুব শীঘ্রই ফিরব । অনেক কাজ বাকি আছে ! '