Header Ads

দাবি আদায়ের জন্য অসহযোগ আন্দোলনের প্রস্তুতি SSC চাকরি-প্রার্থীদের!

নজরবন্দি ব্যুরো: আবার পথে নামার প্রস্তুতি শুরু করল এস এস সি- যুব-ছাত্র অধিকার মঞ্চ। এবার বিক্ষোভ কর্মসূচি শুধু নয়, সরাসরি কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘অসহযোগ’ আন্দোলনের প্রস্তুতি শুরু করলেন হবু শিক্ষকদের একটা বড় অংশ।

অভিযোগ,অবস্থান বিক্ষোভ করে কমিশনের তরফে আশ্বাস ছাড়া আর কিছুই মেলে না। ফলে, এবার যদি সরাসরি কমিশনের বিরুদ্ধে ‘অসহযোগ’ আন্দোলনের মাধ্যমে আইন-অমান্য কর্মসূচি পালন করা সম্ভব হয়, তাহলে কিছুটা হলেও চাপে থাকবে কমিশন, মত চাকরি-প্রার্থীদের একাংশের।
নবম-দশম শ্রেণিতে স্থগিত রাখা বাংলা ও অন্যান্য বিষয়ে শিক্ষক নিয়োগ, এই রকম একগুচ্ছ দাবিতে এবার মরণপণ আন্দোলনে ডাক দেওয়ার তোরজোড় শুরু হয়েছে। আন্দোলনের গতি-প্রতিকৃতি ও কর্মসূচি রূপায়নে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক চাকরি প্রার্থী।

ওয়েটিংদের বিশেষ কিছু সমস্যা নিয়ে আচার্য সদন ঘেরাও ও এক দিনের প্রতীকী অনশন করেও কোনও লাভ না হওয়ায় এবার আরও বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে এস এস সি- যুব-ছাত্র অধিকার মঞ্চ। চাকরি-প্রার্থীদের সমস্যার কথা জানিয়ে এবার বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত থেকে সরাসরি অসহযোগ আন্দোলনের পথই বেছে নিতে চলেছেন রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক।

Theme images by lishenjun. Powered by Blogger.