Header Ads

ক্রিকেটকে 'আলবিদা' জানালেন প্রবীন কুমার

শুভব্রত মুখার্জি: ক্রিকেটকে আলবিদা জানালেন প্রবীণ কুমার৷ অফিস লিগে ওএনজিসি-র হয়ে খেলবেন প্রবীন। বোলিং কোচ হওয়ার লক্ষ্যে প্রবীণের।

প্রবীণ জানান "আমার কোনও দুঃখ নেই৷ উত্তরপ্রদেশের অনেক ভালো বোলার অপেক্ষায় রয়েছে৷ আমি চাই না, ওদের ভবিষ্যৎ খারাপ হয়৷ আমার সময় হয়ে গিয়েছে৷ আমাকে এটা মেনে নিতে হবে৷"

Theme images by lishenjun. Powered by Blogger.