কেন্দ্রের আপত্তি। রাজ্যের নাম 'বাংলা'য় ফের বাধার সম্মুখিন মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের জুলাই মাসে বিধানসভায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার প্রস্তাব পাশ হয়ে যায়৷ কিন্ত তারপরেও ফের নাম বদলে বাধার সম্মুখিন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার।
পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করার ক্ষেত্রে আপত্তি রয়েছে কেন্দ্রের। কারণ হিসেবে বলা হয়েছে, 'বাংলা' নামটি অনেকাংশে মিলে যাচ্ছে বাংলাদেশের সাথে৷ এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্তে বিভ্রান্তি তৈরি হতে পারে। এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে বিদেশ মন্ত্রকে। বিদেশ মন্ত্রকের সম্মতি মিললে তবেই ক্যাবিনেটের জন্য ড্রাফট নোট তৈরি হবে। এরপর সংসদে সংবিধান সংশোধনের বিল পেশ হবে৷ সেই বিলে অনুমোদন মিললে তা যাবে রাষ্ট্রপতির কাছে।
