Header Ads

২০০৮ সালে ঠিক কি ঘটেছিল নানা- তনুশ্রীর মধ্যে? প্রকাশ্যে এল ভিডিও ফুটেজ।


নজরবন্দি ব্যুরোঃ সালটা ২০০৮ ওই সালেহর্ন ওকে প্লিস’-এর সেটে কী হয়েছিল? তনুশ্রী দত্তের সঙ্গে কী এমন ব্যবহার করেছিলেন নানা পাটেকর, যার জন্য ১০ বছর পর ফের মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী?
শুধু তাই নয়, নানা পাঠেকরের বিরুদ্ধে তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে বি টাউন জুড়ে কিন্তু ২০০৮ সালে কী হয়েছিল? হর্ন ওকে প্লিস’-এর একটি ভিডিও প্রকাশ্যে আসে সেখানে নানা পাটেকর, গণেশ আচার্য এবং তনুশ্রী দত্তকে দেখা যাচ্ছে কিন্তু, তনুশ্রী দত্ত রিহার্সাল শুরু করলে, নানা  তার মধ্যে বাধা দেনসঙ্গে সঙ্গে সেট ছেড়ে সেখান থেকে সরে যান  অভিনেত্রী তনুশ্রী সেট থেকে সরে যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুটিং এরপর ফের রিহার্সালের জন্য সেটে ফিরে আসেন তনুশ্রী দত্ত কিন্তু, নানা পাটেকর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তিনি যে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না, তা এই ভিডিও থেকেই স্পষ্ট নিচের লিঙ্ক এ ক্লিক করে দেখুন ভিডিও।

https://www.instagram.com/p/BohNn-wHkAR/
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.