Header Ads

শিয়রে লোকসভা, মুকুলে আতঙ্কিত মমতা ড্যামেজের আগেই নামলেন ড্যামেজ কন্ট্রোলে!!

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুকুল রায় কে পশ্চিমবঙ্গে বিজেপির কাণ্ডারী রূপে মেনে নিয়েছে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব, দেওয়া হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর তাতেই যে সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট হয়ে গেল তোপসিয়ার তৃণমূল ভবনে কোর কমিটির বর্ধিত বৈঠকে। 

দুর্গাপুজোর আগে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিটিং চলাকালীন দলীয় নেতা-নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন "আট-দশ জনকে বিজেপি লাগাতার ফোন করছে। রোজ করছে। কিন্ত কে কার সঙ্গে রাত বিরেতে কথা বলছে, আমি সব জানি। সব খবর আছে।"  তিনি আরও বলেন "এটা জানবেন আমার নজর সবদিকে রয়েছে"।

প্রসঙ্গত দল ভাঙাতে ওস্তাদ মুকুল রায় একদা ছিলেন তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড। একাধিক দল থেকে একাধিক নেতা নেত্রী কর্মীদের ভাঙিয়ে তৃণমূলের ওজন বাড়িয়েছিলেন তিনি। এখন সেই মুকুল বিজেপির সম্পদ তার উপর রাজ্যে লোকসভা ভোটের মূল কাণ্ডারী কাজেই তিনি দল ভাঙানোর খেলায় নামবেন তা বিলক্ষন জানেন একদা ছায়াসঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকেই তৃণমূল সুপ্রিমো পাল্টা টোটকা দেওয়া শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 
Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.