Header Ads

এবার তনুশ্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলো মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।


নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় হয়ে ওঠে বলিউড এবার রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে তনুশ্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে
তনুশ্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে জনৈক সুমন্ত দাস মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেকে ঘিরে তনুশ্রীর এক সাম্প্রতিক মন্তব্যের জেরে এই মামলা দায়ের করা হয়েছেএদিকে, গোটা বিষয়ে ক্রমাগত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে বলিউড

যদিও বলিউড সেলিব্রিটিদের বেশিরভাগ তারকাই তনুশ্রীর সমর্থনে কথা বলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী নানা পাটেকর দু'জনের তরফে আলাদা আলাদভাবে আইনি চিঠি আসে তনুশ্রীর কাছে এর সঙ্গে , নতুন করে এমএনএস-এর আইনি নোটিস আসায়, তা পরিস্থিতি আরও জটিল করে দিল বলে মনে করা হচ্ছে


lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.