ঘোষিত হল আই লিগ ২০১৮-১৯'র সম্ভাব্য ক্রীড়াসূচি
শুভব্রত মুখার্জি: ঘোষিত হল ২০১৮-১৯ আই লিগের সম্ভাব্য ক্রীড়াসূচি।২৭ অক্টোবর আই লিগের অভিযান শুরু করতে চলেছে কলকাতার দুই প্রধান। ইম্ফলে নেরোকার মুখোমুখি ইস্টবেঙ্গল। সেদিন মোহনবাগান কোঝিকোড়ে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে।
১৬ ডিসেম্বর এই মরসুমের আই লিগে প্রথমবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান। ২৭ শে জানুয়ারি ফিরতি ডার্বি। এই ক্রীড়াসূচী যদিও ফাইনাল নয় এতেও অদলবদল হতে পারে।
১৬ ডিসেম্বর এই মরসুমের আই লিগে প্রথমবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান। ২৭ শে জানুয়ারি ফিরতি ডার্বি। এই ক্রীড়াসূচী যদিও ফাইনাল নয় এতেও অদলবদল হতে পারে।