ম্যাথুর নতুন অডিও প্রকাশ্যে এলে বিজেপি শেষ! ঘুঁটি সাজাচ্ছেন চাণক্য!
নজরবন্দি ব্যুরো: এবার আবার প্রকাশ্যে এল আরও একটি কথোপকথনের বিস্ফোরক রেকর্ডিং। তবে কণ্ঠস্বর শুনেই বিজেপির দুই নেতাকে চিনে ফেলা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
এবারের অডিওতে বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীকে মুকুল রায় বলছেন, ম্যাথু স্যামুয়েল তাঁকে একটি ভিডিও দিতে চান। ১২৪ ঘণ্টার একটি ভিডিও ম্যাথুর কাছে আছে বলে উল্লেখ করছেন মুকুল রায়, যা প্রকাশ্যে এলে নাকি তৃণমূল ‘শেষ’ হয়ে যাবে। আর সেই রেকর্ডিং দিতে টাকা দাবি করেছেন ম্যাথু। তবে আপাতত হংকং-এ রয়েছে ম্যাথু স্যামুয়েল। তাই কীভাবে টাকা পাঠাবেন বিজেপি নেতারা সেটাই ভাবছেন মুকুল রায়।
ওই বিতর্কিত অডিও অনুসারে, পুরোটা শুনে টাকা দিতে আগ্রহও প্রকাশ করতে শোনা যাচ্ছে কৈলাশ বিজয়বর্গীকে। কত টাকা দিতে হবে জানতে চাইলে মুকুল বলছেন, ”২ কোটি ৫০ লক্ষ টাকা অ্যাডভানস আর ২০ দিন পর বাকি টাকা।” মুকুলকে আরও বলতে শোনা যাচ্ছে যে, তৃণমূলের বিরুদ্ধে যদি সত্যিই কোনও বড় প্রমাণ থাকে , তাহলে টাকা দিতে রাজি তিনি। এখন দেখার ওই রেকর্ডিং-এর সত্যতা কতটা আছে। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
এবারের অডিওতে বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীকে মুকুল রায় বলছেন, ম্যাথু স্যামুয়েল তাঁকে একটি ভিডিও দিতে চান। ১২৪ ঘণ্টার একটি ভিডিও ম্যাথুর কাছে আছে বলে উল্লেখ করছেন মুকুল রায়, যা প্রকাশ্যে এলে নাকি তৃণমূল ‘শেষ’ হয়ে যাবে। আর সেই রেকর্ডিং দিতে টাকা দাবি করেছেন ম্যাথু। তবে আপাতত হংকং-এ রয়েছে ম্যাথু স্যামুয়েল। তাই কীভাবে টাকা পাঠাবেন বিজেপি নেতারা সেটাই ভাবছেন মুকুল রায়।
ওই বিতর্কিত অডিও অনুসারে, পুরোটা শুনে টাকা দিতে আগ্রহও প্রকাশ করতে শোনা যাচ্ছে কৈলাশ বিজয়বর্গীকে। কত টাকা দিতে হবে জানতে চাইলে মুকুল বলছেন, ”২ কোটি ৫০ লক্ষ টাকা অ্যাডভানস আর ২০ দিন পর বাকি টাকা।” মুকুলকে আরও বলতে শোনা যাচ্ছে যে, তৃণমূলের বিরুদ্ধে যদি সত্যিই কোনও বড় প্রমাণ থাকে , তাহলে টাকা দিতে রাজি তিনি। এখন দেখার ওই রেকর্ডিং-এর সত্যতা কতটা আছে। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
