Header Ads

বাজির কারখানায় বিস্ফোরণ, ৭ জনের মৃত্যুর আশঙ্কা


নজরবন্দি ব্যুরো: দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের গোবিন্দপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ৭ জনের মৃত্যুর আশঙ্কা। বেলা বারোটা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর।
একের পর এক বিস্ফোরণের সঙ্গে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের কিছু সময় পরে স্থানীয় বাসিন্দারা যান ঘটনাস্থলে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
এলাকা সূত্রে জানা গিয়েছে, বেলা তখন বারোটা বাজে। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে বারুইপুরের গোবিন্দপুরের গোটা এলাকা। বিস্ফোরণের সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণ কমার পর ঘটনাস্থলে প্রথমে আসে এলাকার বাসিন্দারা। তার কিছু পরে ঘটনাস্থলে আসে দমকল ও স্থানীয় পুলিশ। বিস্ফোরণে বাড়িটির একাংশ ধসে পড়ে। বিস্ফোরণে মৃতদের পাশের একটি বাগানের মধ্যে বস্তা চাপা দিয়ে রাখা হয়েছে বলে খবর। 

Theme images by lishenjun. Powered by Blogger.