Header Ads

শারিরীক সম্পর্কে বাধা দেওয়ার ফল! বাক্সবন্দি হল মডেলের দেহ।

নজরবন্দি ব্যুরোঃ শারিরীক সম্পর্ক স্থাপনে সম্মতি দেননি৷ আর সেই কারণেই নিজের জীবন দিতে হল মুম্বাইয়ের এক মডেলকে। খুন হওয়া মডেলের নাম মানসী দীক্ষিত।


অভিযুক্ত যুবক মুজাম্মিল সায়দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, রবিবার রাতে মুজাম্মিলের সাথে দেখা করতে আসে মানসী। সেই সময় মানসীকে শারিরীক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় সে। এই প্রস্তাবে মানসী রাজি না হলে রাগের বসে আসবাব দিয়ে মানসীর মাথায় সজোরে আঘাত করে মুজাম্মিল। এরপর শ্বাসরোধ করে খুন করা হয়৷ দেহ লোপাট করার জন্য একটি স্যুটকেস-বন্দি করে ক্যাবে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় অভিযুক্ত৷ মাঝপথে ক্যাব দাঁড় করিয়ে স্যুটকেস ঝোপের মধ্যে ফেলে ক্যাবের ভাড়া না মিটিয়ে অটোতে করে পালানোর চেষ্টা করে সে। তাকে ধরতে না পেরে পুলিশের দ্বারস্থ হন ক্যাব ড্রাইভার। আর এরপরই স্যুটকেস উদ্ধার করে পুলিশ৷ এর মুহূর্তে পুলিশ হেফাজতে মুজাম্মিল।
Theme images by lishenjun. Powered by Blogger.