Header Ads

ম্যাচ ফিক্সিং এর অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইলেন প্রাক্তন পাক ক্রিকেটার কানেরিয়া।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে অপরাধ কবুল করলেন প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। কাতারের এক সংবাদ মাধ্যমের কাছে ২০১২ সালের অন্যায় স্বীকার করে কানেরিয়া জানালেন, সত্যিই তিনি ম্যাচ ফিক্সিং এ জড়িত।


২০১২ সালে কাউন্টি খেলার সময় ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠে কানেরিয়ার সতীর্থ ওয়েস্টফিল্ডের বিরুদ্ধে।  সেই সময় বলা হয়, ওই ম্যাচ ফিক্সিং এ বুকির সাথে ওয়েস্টফিল্ডের মধ্যস্থতা করান কানেরিয়া৷ এই ঘটনায় ওই পাক ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কারাবাস হয় ওয়েস্টফিল্ডের। উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি কানেরিয়ার বিরুদ্ধে।

অবশেষে নিজের অপরাধ স্বীকার করে নিলেন ওই পাকিস্তানি ক্রিকেটার। আল জিজিরা নামে একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত ডকুমেন্টারিতে কানেরিয়া বলেন, "আমি দানিশ কানেরিয়া। আমি স্বীকার করছি, আমার বিরুদ্ধে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের আনা ম্যাচ ফিক্সিং এর অভিযোগ সত্যি। আমি আমার সতীর্থ ওয়েস্টফিল্ডের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাই পাকিস্তানের জনগণের কাছে৷ সেই সাথে ইংল্যান্ড বোর্ডের কাছে অনুরোধ, আমার শাস্তি তুলে নেওয়া হোক।"
Theme images by lishenjun. Powered by Blogger.