মেডিক্যাল কলেজের আগুন সরেজমিনে খতিয়ে দেখে কি বললেন মেয়র সাহেব?
নজরবন্দি ব্যুরোঃ এদিন সকালে কলকাতা মেডিক্যাল কলেজের একটি অংশে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা মেডিক্যাল কলেজে হাজির হন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।তিনি ভিতরে গিয়ে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে। আর কোথায় আগুন জ্বলছে না।
তবে পরিস্থিতি যে স্বাভাবিক হয়নি, তাও শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য থেকে পরিষ্কার। তিনি জানিয়েছে, আগুন নিভলেও গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে রয়েছে। দ্রুত সেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কী কারণে আগুন, তা জানা যায়নি।
