Header Ads

আজ কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা।


নজরবন্দি ব্যুরোঃ আজ বুধবার লক্ষ্মী পুজো। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালিদের গৃহকোণ।
মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পুজো করা হতো।শারদীয় দুর্গোত্‍সব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পুজো হয়ে থাকে। এই উপলক্ষ্যে ঘরের লক্ষ্মীরা উপবাস ব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে  ঘরে প্রজ্জ্বলন করা হয় প্রদীপ।‌

Theme images by lishenjun. Powered by Blogger.