সিবিআই কে বিবিআই বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর!
নজরবন্দি ব্যুরো: সিবিআই-এর ঘুষ কাণ্ড নিয়ে বিতর্কের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সিবিআই এখন বিবিআই -এ (বিজেপি বিওরো অফ ইনভেস্টিগেশনে) পরিণত হয়েছে।"
একটি মামলার তদন্ত নিয়ে বিতর্ক শুরু সিবিআই-এর মধ্যে। সিবিআই-এর দপ্তরে হানা দিয়ে দপ্তরের অফিসাররাই গ্রেপ্তার করেন আস্থানা ঘনিষ্ঠ অফিসার দেবেন্দ্র কুমারকে। ঘটনার জেরে গতকাল দুই অফিসারকে ছুটিতে পাঠানো হয়। এর পর সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে বসানো হয় এম নাগেশ্বর রাওকে।
অপরদিকে ছুটিতে পাঠানোর নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন সিবিআই প্রধান অলোক ভার্মা।
একটি মামলার তদন্ত নিয়ে বিতর্ক শুরু সিবিআই-এর মধ্যে। সিবিআই-এর দপ্তরে হানা দিয়ে দপ্তরের অফিসাররাই গ্রেপ্তার করেন আস্থানা ঘনিষ্ঠ অফিসার দেবেন্দ্র কুমারকে। ঘটনার জেরে গতকাল দুই অফিসারকে ছুটিতে পাঠানো হয়। এর পর সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে বসানো হয় এম নাগেশ্বর রাওকে।
অপরদিকে ছুটিতে পাঠানোর নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন সিবিআই প্রধান অলোক ভার্মা।
