Header Ads

KYC সংযুক্তিকরণ নিয়ে নয়া নির্দেশিকা ট্রাই-এর।

নজরবন্দি ব্যুরোঃ মোবাইল নম্বরের সাথে KYC সংযুক্তি করণের ক্ষেত্রে নতুন ঘোষনা করলো TRAI। পুনরায় কেওয়াইসি-র মাধ্যমে তথ্য নথিভুক্ত করার নির্দেশিকা জারি করেছে ট্রাই।

নতুন ঘোষনায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কেওয়াইসি দেওয়া বাধ্যতামূলক। তবে পরিষেবা বিচ্ছিন্ন করা হবে না। এক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারের থেকে আধার ডিলিঙ্ক করে কেওয়াইসি-র মাধ্যমে যাবতীয় তথ্য জমা কর‍তে হবে।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.