বিরাট-রোহিত যাদুতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় জয় ভারতের।
নজরবন্দি ব্যুরোঃ দুরন্ত জয় দিয়ে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু করল ভারত। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে পরাস্ত করল টিম ইন্ডিয়া।
পিচে রানের হদিশ ছিল। তা সত্ত্বেও রান তাড়া করার চেনা রাস্তায় হাঁটে ভারত। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে ডাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। হেটমায়ারের শতরানে ভর করে ক্যারিবিয়ানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রানের বড় ইনিংস গড়ে তোলে।ক্যারিবিয়ান ইনিংসের শুরুটা অবশ্য মনে রাখার মতো হয়নি।
ওপেনার হেমরাজ ৯ রান করে শামির বলে বোল্ড হন। শাই হোপকে সঙ্গে নিয়ে এপর ওপেনার পাওয়েল ৬৫ রান যোগ করেন বটে, তবে ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি পার করেই আউট হয়ে বসেন পাওয়েল। ৩৯ বলে ৫১ রান করে খলিল আহমেদের বলে ধাওয়ানের হাতে ধরা দেন তিনি। খাতা খুলতে পারেননি মার্লন স্যামুয়েলস। তাঁকে এলবিডব্লুর ফাঁদে জড়ান যুবেন্দ্র চাহাল। হোপ ৫১ বলে ৩২ রান করে শামির দ্বিতীয় শিকার হন। রোভম্যান পাওয়েল ২৩ বলে ২২ রান করে জাদেজার বলে বোল্ড হন।
হেটমায়ার ৭৮ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলে জাদেজার বলে ঋষভের হাতে ধরা দেন।পাল্টা ব্যাট করতে নামা ভারতের শুরুটাও অবশ্য ভালো হয়নি। শিখর ধাওয়ান মাত্র ৪ রান করে থমাসের বলে বোল্ড হন। তবে রোহিত-কোহলি জুটি ২৪৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতের জয় সুনিশ্চিত করেন। কোহলি ২১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১৪০ রান করে বিশুর বলে আউট হন।
রায়ড়ুকে সঙ্গে নিয়ে রোহিত ভারতের বিজয় পতাকা উত্তোলন করেন।রোহিত ১৫টি চার ও ৮টি ছক্কা সাহায্যে ১১৭ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন। রায়ড়ু ২৬ বলে ২২ রান করে নটআউট থাকেন।
