দীপিকা আর রণবীরের বিয়ের দিন চূড়ান্ত। কবে জানেন?
নজরবন্দি
ব্যুরোঃ দীপিকা আর রণবীরের বিয়েটা কবে হচ্ছে? শেষ পর্যন্ত হবে তো? এই প্রশ্নগুলোই বেশ কয়েকমাস ধরে ঘোরা ফেরা করছিল বি- টাউনের অলিতে গলিতে।
তবে এবার জল্পনার অবসান। কারণ, শেষ পর্যন্ত কনে নিজমুখেই বিয়ের দিন-ক্ষণ সব জানিয়ে দিলেন। রবিবার দীপিকা তাঁদের বিয়ের কার্ড টুইট করেছেন। সেই কার্ডে দেখা যাচ্ছে, চলতি বছরের ১৪ ও ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই সেলেব।
কার্ডে লেখা হয়েছে, 'আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভাল লাগছে যে ১৪ ও ১৫ নভেম্বর'২০১৮-তে আমরা বিয়ে করছি…আমাদের দু'জনের প্রতি আপনাদের অকুণ্ঠ ভালবাসার জন্য অশেষ ধন্যবাদ। আর ভালবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা পা বাড়াচ্ছি, সে জন্য আপনাদের আশীর্বাদ চাইছি'।
