Header Ads

দীপিকা আর রণবীরের বিয়ের দিন চূড়ান্ত। কবে জানেন?


নজরবন্দি ব্যুরোঃ দীপিকা আর রণবীরের বিয়েটা কবে হচ্ছে? শেষ পর্যন্ত হবে তো? এই  প্রশ্নগুলোই বেশ কয়েকমাস ধরে ঘোরা ফেরা করছিল বি- টাউনের অলিতে গলিতে
তবে এবার জল্পনার অবসান কারণ, শেষ  পর্যন্ত কনে নিজমুখেই বিয়ের দিন-ক্ষণ সব জানিয়ে দিলেন রবিবার দীপিকা তাঁদের বিয়ের কার্ড টুইট করেছেন সেই কার্ডে দেখা যাচ্ছে, চলতি বছরের ১৪ ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই সেলেব


কার্ডে লেখা হয়েছে, 'আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভাল লাগছে যে ১৪ ১৫ নভেম্বর'২০১৮-তে আমরা বিয়ে করছিআমাদের দু'জনের প্রতি আপনাদের অকুণ্ঠ ভালবাসার জন্য অশেষ ধন্যবাদ। আর ভালবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা পা বাড়াচ্ছি, সে জন্য আপনাদের আশীর্বাদ চাইছি'। 


Theme images by lishenjun. Powered by Blogger.