Header Ads

শিক্ষকহীন স্কুলে স্কুলছুট ৮ লক্ষ পড়ুয়া। শিক্ষার দুরবস্থা প্রকট সর্বশিক্ষা মিশনের রিপোর্টে।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে ক্রমবর্ধমান শিক্ষক অসন্তোষ, নিয়োগহীনতা সহ একাধিক সমস্যা। এর ফল চূড়ান্ত ভাবে গিয়ে পড়লো শিক্ষা ব্যবস্থায়। সম্প্রতি সর্বশিক্ষা মিশনের প্রকাশিত রিপোর্টে স্পষ্ট এই বিষয়টি।


সর্বশিক্ষা মিশনের রিপোর্ট অনুযায়ী, প্রাক প্রাথমিক স্তরে ছাত্র ভর্তির সংখ্যা এক বছরে কমেছে প্রায় ২ লক্ষ ৫০ হাজার। এদের মধ্যে রয়েছে সংখ্যালঘু, আদিবাসী সহ অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা। প্রাথমিক স্তরেও চিত্রটা একই রকম। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের তুলনায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্কুলে ছাত্র ভর্তির পরিমাণ কমেছে বিপুল হারে। এক লাফে এক বছরে প্রায় ৩ লক্ষ ২৬ হাজার কমে গেছে।
এসবের পেছনে কারণ হিসেবে দায়ী করা হয়েছে ত্রুটিপূর্ণ শিক্ষার পরিকাঠামো ও সর্বোপরি শিক্ষকের অভাবকে। ছাত্র অনুপাতে শিক্ষক নেই রাজ্যের অসংখ্য স্কুলে। একাধিক জায়গায় অপেক্ষাকৃত উচু ক্লাসের পড়ুয়ারা নিচু ক্লাসে গিয়ে ক্লাস নিতে বাধ্য হচ্ছে শিক্ষকের অভাবে। এই পরিস্থিতিতে স্কুলছুটের সংখ্যা ক্রমশ বাড়ছে। শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য রাজ্যের সরকারকেই দুষছেন বিভিন্ন মহল। সেই সাথে ক্ষোভ বাড়ছে বেকার সমাজের। এমতাবস্থায় শীঘ্র শিক্ষক নিয়োগ করে সমস্যার সমাধান না করলে দুরবস্থা আরও চরমে পৌঁছবে, মত শিক্ষাবিদ মহলের।
Theme images by lishenjun. Powered by Blogger.