তনুশ্রী -নানা কাণ্ডে এবার নাম জড়াল অক্ষয়ের!
নজরবন্দি ব্যুরোঃ এক ভুয়ো ভিডিও কে কেন্দ্র করে এবার তনুশ্রী দত্ত ও নানা পাটেকর ইস্যুতে নাম জড়াল অক্ষয় কুমারের।
ভিডিওতে দেখে মনে হচ্ছে, তনুশ্রী -নানা পাটেকর ইস্যুতে প্রতিক্রিয়া জানাচ্ছেন অক্ষয়। ভিডিওতে অক্ষয়কে এমনভাবে তুলে ধরা হয়েছে , যে তিনি তনুশ্রী সম্পর্কে কথা বলছেন। কিন্তু অক্ষয়ের দাবি, অন্য এক অভিনেত্রী সম্পর্কে তিনি বলছিলেন। আর সেই ভিডিওকে বিকৃত করে পোস্ট করা হয়েছে।
এমনই অভিযোগ তুলে সাইবার পুলিশে অভিযোগ জানিয়েছেন অক্ষয় কুমার। প্রসঙ্গত অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল যদিও নানা-তনুশ্রী নিয়ে মন্তব্য করেছেন। তবে এ নিয়ে মুখো খোলেননি অক্ষয় কুমার।
