Header Ads

ছুটিতে সার্ফিংয়ে গিয়ে মারাত্মক চোট পেলেন ম্যাথু হেডেন।


নজরবন্দি ব্যুরোঃ ছুটিতে সার্ফিংয়ে গিয়ে ঢেউয়ের ধাক্কায় মারাত্মক চোট পেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ধারাভাষ্যকার ম্যাথু হেডেন
কোনও রকমে প্রাণে বেঁচেছেন তিনি ছুটিতে কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপে ছেলে জোশের সঙ্গে সার্ফিং করছিলেন হেডেনসমুদ্রের ঢেউয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি


দুর্ঘটনার ফলে মাথায় বড়সড় আঘাত পান হেডেনশিরদাঁড়া এবং টর্ন লিগামেন্টও আঘাতপ্রাপ্ত হয়েছে তাঁর।প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে আসার পর ইনস্টাগ্রামে হেডেন লিখেছেন, '' গেম ওভার কিছুদিনের জন্য ! যারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের ধন্যবাদ আমায় রক্ষা করার জন্য''

Theme images by lishenjun. Powered by Blogger.