কেষ্টর গড়ে অস্ত্র প্রশিক্ষণ শিবির করবে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন!
নজরবন্দি ব্যুরো: বীরভূম তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর গড় হিসাবে পরিচিত। সেই বীরভূমেই এবার অস্ত্র প্রশিক্ষণ এবং শরীরচর্চা শিবির করতে চলেছে বজরং দল। চলতি মাসের ২৫,২৬,২৭ তারিখে এই শিবির অনুষ্ঠিত হবে নলহাটির বাউটিয়া উচ্চবিদ্যালয়ে।এই শিবিরের নাম দেওয়া হয়েছে বজরং শিবির।
এই শিবির নিইয়ে রাজ্য বজরং দলের শীর্ষনেতা জয়াশীষ সমাদ্দার জানিয়েছেন, “আজ সমাজ বিপন্ন। হিন্দু ধর্ম এবং সংস্কৃতির উপর বারে বারে আঘাত করা হচ্ছে। বজরং দলের ছেলেরা যাতে সমাজের যে কোনও বিপদে ভয় না করে ঝাঁপিয়ে পড়তে পারে তার জন্য এই শিবিরে তাদের ট্রেনিং দেওয়া হয়।”
এই শিবির নিইয়ে রাজ্য বজরং দলের শীর্ষনেতা জয়াশীষ সমাদ্দার জানিয়েছেন, “আজ সমাজ বিপন্ন। হিন্দু ধর্ম এবং সংস্কৃতির উপর বারে বারে আঘাত করা হচ্ছে। বজরং দলের ছেলেরা যাতে সমাজের যে কোনও বিপদে ভয় না করে ঝাঁপিয়ে পড়তে পারে তার জন্য এই শিবিরে তাদের ট্রেনিং দেওয়া হয়।”
