Header Ads

SDPO-কে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর


নজরবন্দি ব্যুরো: জয়গাঁর এসডিপি -র বিষয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "উত্তরবঙ্গে সোনার বাট রাখার অপরাধে ধরা পড়েছেন এক পুলিশ অফিসার এবং এক আর্মি অফিসার। আমি তো বলেছি ওদের গ্রেপ্তার করুন তাড়াতাড়ি।" গোটা ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা উত্তরবঙ্গে জুড়ে।


জানা গিয়েছে, ১৫ কেজি সোনা পাচারের অভিযোগে জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর ও হাসিমারা থানার ওসি-কে গ্রেফতার করা হয়েছে।
আর গতকাল মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সামনেই তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ঘটনার তদন্তে নামেন উত্তরবঙ্গ পুলিশের আই জি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করে কোনও উত্তর এখনও পাওয়া যায়নি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.