সোনার মেয়ে অ্যাথলিট স্বপ্না বর্মনকে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
নজরবন্দি ব্যুরোঃ সংবর্ধনা দেওয়া হল এশিয়ান গেমসে সোনাজয়ী তিন কৃতী অ্যাথলিট স্বপ্না বর্মন, প্রণব বর্ধন এবং শিবনাথ দে সরকারকে।
গ্র্যান্ড হোটেলের বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে দেওয়া হয় শংসাপত্র এবং আর্থিক পুরস্কার। সোনা জেতার পরেই স্বপ্নাকে আর্থিক পুরস্কার এবং চাকরি দেওয়ার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে।
কিন্তু স্বপ্না চেয়েছিলেন মাথা গোঁজার একটা ঠাঁই। স্বপ্নাকে ফ্ল্যাট দেওয়ার জন্য এদিন মঞ্চেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেকে নেন মমতা। তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করেন, স্বপ্নাকে রাজ্য সরকারের তরফে ফ্ল্যাট দেওয়া হবে।
Loading...
কোন মন্তব্য নেই