তৃতীয় যুক্তরাষ্ট্র ওপেন খেতাব ঘরে তুললেন জকোভিচ।
নজরবন্দি
ব্যুরোঃ বড় মঞ্চে বরাবর সফল হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বজি মাত্ করেন নোভাক জকোভিচ। দেল পোত্রোকে স্ট্রেট সেটে পরাজিত করে কেরিয়ারের তৃতীয় যুক্তরাষ্ট্র ওপেন খেতাব ঘরে তোলেন সার্বিয়ান তারকা। একই সঙ্গে সর্বাধিক মেজর ট্রফি জয়ের নিরিখে ছুঁয়ে ফেলেন কিংবদন্তি পিট সাম্প্রাসকে।
একইসঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পিট সাম্প্রাসের ১৪টি গ্ল্যান্ডস্লাম জেতার কৃতিত্বকে। এদিন পোত্রোকে স্ট্রেট সেটে হারিয়ে দেন জোকার। খেলার ফলাফল ৬-৩, ৭-৬ (৪), ৬-৩। এই নিয়ে সুপারস্টার সার্বিয়ান খেলোয়াড় তিনটি ইউএস ওপেনও জিতে নিলেন। এর আগে ২০১১ ও ২০১৫ সালে এই গ্ল্যান্ডস্লাম জেতেন তিনি। দেল পোত্রোর সঙ্গে ১৯ বারের সাক্ষাতে জোকার ১৫-৪ ব্যবধানে এগিয়ে রয়েছেন। শেষ ১০ বারে ৮ বার জিতেছেন।
Loading...

No comments