বনধের ব্যাপক প্রভাব রাজ্যে, সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল।
নজরবন্দি ব্যুরো: অনেক বছর পরে বনধের ব্যাপক প্রভাব রাজ্যে। শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর লাইনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ আছে। দঃবারাসাত ষ্টেশনের কাছে ট্রেনের লাইনে ওভার হেডের তারে কলাপাতা ঝুলছে বিভিন্ন জায়গায়।
বনধের সমর্থনে বামেদের মিছিল বিভিন্ন এলাকায়। যাদবপুরে ট্রেন অবরোধ বাম কর্মী-সমর্থকদের। বন্ধ আছে ওই লাইনের আপ এবং ডাউন লাইনের সমস্ত ট্রেন চলাচল। ট্রেন অবরোধে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। আজকের এই বনধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা একাধিক এলাকায়।

No comments