সেরেনাকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা।
নজরবন্দি ব্যুরোঃ ইউএস ওপেনের ফাইনালে
সেরেনা উইলিয়ামস কে হারিয়ে জাপানের হয়ে প্রথম গ্র্যান্ডসাম জিতলেন নাওমি ওসাকা।
৬-২, ৬-৪ সেটে সেরেনাকে হারালেন ওসাকা। সেমিফাইনালে লাতভিয়ার
সেভেস্তোভাকে একপ্রকার উড়িয়ে দিয়েছিলেন সেরেনা।
ফাইনালেও ফেভারিট ছিলেন তিনি। US ওপেন জিতলে
গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে ছুঁয়ে ফেলতেন অস্ট্রেলিয়ান লেজেন্ড মার্গারেট
কোর্টকেও। তা আর হল না। ওসাকা প্রথম জাপানি
যিনি কোনও গ্র্যান্ডস্ল্যাম ইভেন্ট জিতলেন। প্রসঙ্গত, সেরেনার বিরুদ্ধে
এটা তাঁর প্রথম জয় নয়। এর আগে মিয়ামি ওপেনেও সেরেনাকে হারিয়েছিলেন তিনি।
Loading...

No comments