Header Ads

অশোক ভট্টাচার্যের বিধায়ক পদ খারিজের দাবিতে চিঠি দিতে চলেছে তৃণমূল।


নজরবন্দি ব্যুরোঃ  সিপিএম নেতা অশোক ভট্টাচার্য একইসঙ্গে শিলিগুড়ির কাউন্সিলর এবং বিধায়ক পদের জন্য ভাতা নেন। এটা নিয়ম বিরুদ্ধ। এমনটাই দাবি তৃণমূলের। সেইজন্য প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়রের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিতে চলেছে তৃণমূল। সূত্রের খবর এমনটাই।

তৃণমূলের দাবি, আইন অনুযায়ী কোনও নির্বাচিত জন প্রতিনিধি একইসঙ্গে দুটি পদ থেকে সাম্মানিক ভাতা নিতে পারেন না। অশোক ভট্টাচার্য একদিকে যেমন শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর হিসেবে ভাতা নিচ্ছেন ঠিক তেমনই স্থানীয় বিধায়ক হিসেবেও ভাতা নিচ্ছেন, এমনটাই অভিযোগ তৃণমূলের।

যদিও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, তিনি যা করেছেন আইন মেনেই করেছেন। আইনের বাইরে গিয়ে কোনও সুবিধা নেননি তিনি।

Loading...

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.