Header Ads

মুখ্যমন্ত্রীর নাম করে টাকা তোলার অভিযোগ! গ্রেফতার তৃণমূলের শিক্ষা সেলের নেতা।

নজরবন্দি ব্যুরো : এবার সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ! গ্রেফতার তৃণমূলের শিক্ষক নেতা। ধৃত শিক্ষকের নাম কৃষ্ণচন্ত্র মণ্ডল। মালদার রতুয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। স্কুল ভবন নির্মাণ সহ একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর,  প্রায় নব্বই লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল শিক্ষাসেলের এই নেতা। গত বছর নভেম্বরে রতুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র মন্ডলের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ প্রকাশ্যে আসে। এর পর শুরু হয় তদন্ত।

রতুয়া ১নং ব্লকের বিডিও তদন্ত শুরু করেন। এরপরই গা ঢাকা দেন এই শিক্ষক নেতা। তদন্তে টাকা  আত্মসাৎ অভিযোগ প্রমাণিত হয়। এরপরই বিডিও রতুয়া থানায় শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.