Header Ads

প্রকাশিত হল স্কুল সার্ভিসের RLST নন-টিচিং স্টাফ পদের থার্ড ওয়েটিং লিস্ট।




নজরবন্দি ব্যুরোঃ অবশেষে অপেক্ষার অবসান হল। প্রকাশিত হল স্কুল সার্ভিসের RLST নন-টিচিং স্টাফ পদের থার্ড ওয়েটিং লিস্ট।
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজ সন্ধ্যায়৷ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের ওয়েটলিস্টেড ক্যান্ডিডেটদের থার্ড ফেস কাউন্সেলিং এর দিন হিসেবে আগামি ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সেলিং।
শূন্যপদ সংক্রান্ত বিবরণ এবং কাউন্সেলিং এর শেডিউল প্রকাশ করা হয়েছে আজ, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। ইনটিমেশন লেটার ডাউনলোড করার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট
www.westbengalssc.com এ গিয়ে নিজেদের ১৪ ডিজিটের রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিতে হবে৷ আজ থেকেই ডাউনলোড করা যাবে ইনটিমেশন লেটার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.