বিজেপি বিরোধী মহাজোটে নেই তৃণমূল!
নজরবন্দি ব্যুরো: কিছু দিন আগে রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে বিজেপির কৌশলে জোর ধাক্কা খেয়েছিল মহাজোট। সেই ধাক্কার কথা ভুলে আবার এক হচ্ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেসের নেতৃত্বে সেই মহাজোট হচ্ছে।
কিন্তু সেই মহাজোটে থাকছে না তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। আর এই নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই মহাজোট আসলে প্রত্যেকটি বিজেপি বিরোধী দলের যুব সংগঠন। বিজেপিকে সরাতে এবার তারা যৌথ প্রচার চালাবে সারা দেশ জুড়ে। সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লিতে একত্রিত হচ্ছে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি।
এই জোটে থাকছে সমাজবাদী পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, রাষ্ট্রীয় লোকদল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, ন্যাশনাল কনফারেন্স, ডিএমকে-সহ অন্যান্য দলগুলির যুব শাখা। এই জোটে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। এই জোটের মূল উদ্দেশ্য হবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন-বিরোধী কাজকর্মের বিরোধিতা করা।
কিন্তু সেই মহাজোটে থাকছে না তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। আর এই নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই মহাজোট আসলে প্রত্যেকটি বিজেপি বিরোধী দলের যুব সংগঠন। বিজেপিকে সরাতে এবার তারা যৌথ প্রচার চালাবে সারা দেশ জুড়ে। সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লিতে একত্রিত হচ্ছে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি।
এই জোটে থাকছে সমাজবাদী পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, রাষ্ট্রীয় লোকদল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, ন্যাশনাল কনফারেন্স, ডিএমকে-সহ অন্যান্য দলগুলির যুব শাখা। এই জোটে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। এই জোটের মূল উদ্দেশ্য হবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন-বিরোধী কাজকর্মের বিরোধিতা করা।

No comments