মদ্যপ অবস্থায় তৃণমূল নেত্রী জয়া দত্ত! মাতলামি এবার রাস্তায়।
নজরবন্দি ব্যুরো: আবার বিতর্কে তৃণমূল নেত্রী জয়া দত্ত। পরনে হাফপ্যান্ট আর টি-শার্ট। পাড়ার এক রাস্তায় দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় গাড়ির চালককে শাসাচ্ছেন। এমন ঘটনায় জড়ালেন টিএমসিপির প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত।
এই ঘটনার ছবি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। ছাত্রনেতার কীর্তির কথা দলের শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছেছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
আরও জানা গিয়েছে, জয়া দত্তের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগরে। রবিবার রাতে পাড়ার রাস্তায় এক গাড়ি চালকের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন তিনি। সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে, হাফপ্যান্ট ও টি-শার্ট পরে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন তৃণমূলের জয়া দত্ত। ঘটনার সময়ে আবার মদ্যপ ছিলেন তিনি। ছাত্র-নেত্রীর কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এর ফলে অস্বস্তিতে পড়েছে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। এই বিতর্কিত ঘটনার পরে টিএমসিপির প্রাক্তন সভানেত্রী জয়া দত্তের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছে।

No comments