আবার উত্তপ্ত মালদহ, তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে আহত ২
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে আবার উত্তপ্ত মালদহ। বৃহস্পতিবার সকালে আচমকাই সংঘর্ষে জড়ায় স্থানীয় তৃণমূল ও কংগ্রেস কর্মীরা।
সংঘর্ষের মাঝে পড়ে দুই যুবক গুলিবিদ্ধ হয়। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের দু’নম্বর মালিওর গ্রাম পঞ্চায়েতের তালশুড় গ্রামে।
আজ সকাল আটটা নাগাদ গ্রামের মধ্যে থেকে আচমকাই গুলির শব্দ শোনা যায়। আচমকা এই গুলির শব্দে হতচকিত বাসিন্দারা ছোটাছুটি শুরু করে। এরমধ্যেই গুলি এসে লাগে স্থানীয় দুই যুবকের। আক্রান্তরা হলেন রফিকুল ইসলাম (৪০) ও বাপ্পি হরিজন (২৫)। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments