মুক্তি পেল কিশোর কুমার জুনিয়রের প্রথম গান। দেখুন ভিডিও।
নজরবন্দি
ব্যুরোঃ কী আশায় বাঁধি খেলাঘর...কিশোর কুমারের এই গান আজও মানুষের মনে গেঁথে রয়েছে। সেই গানই নতুন করে নিয়ে এলেন কৌশিক গাঙ্গুলি।
তাও আবার কিশোর কুমার জুনিয়রের প্রথম গান হিসেবে। গানটি গেয়েছেন কুমার শানু। কিশোর কুমারের অন্ধ ভক্ত ও কণ্ঠী গৌতম ঘোষের জীবনীকেই ছবিতে বেঁধেছেন কৌশিক গাঙ্গুলি। অগাস্টে এসেছিল ছবির টিজ়ার। আজ কিশোর কুমারের অন্যতম গান "কী আশায় বাঁধি খেলাঘর" মুক্তি পেল। গানের মধ্যেই ছবির বেশ কিছু ঝলক দেখা গেছে। দেখুন ভিডিও

No comments