ব্রিজের তলা থেকে ভেসে আসছে আর্তনাদ! উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল!
নজরবন্দি ব্যুরো: আমাদের বাঁচান... ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের তলা থেকে মেট্রোর কর্মীদের অস্থায়ী ঘুমটি থেকে ভেসে আসছে এমন আর্তনাদ। কোথা থেকে আওয়াজ ভেসে আসছে প্রথমে বুঝতে পারেনি উদ্ধারকারী দল।
পরে ব্রিজের মধ্যে ছোট ফাটল তৈরি করে খোঁজার চেষ্টা করে তারা। আবারও সেখান থেকে এল সাড়া। জানা গিয়েছে মেট্রোর ওই অস্থায়ী ঘুমটিতে কয়েকজন আটকে পড়ে আছেন।
উদ্ধারকারীর দলের এক সদস্য জানিয়েছেন, যেখানে ব্রিজটি ভেঙে পড়েছে তার ঠিক নিচে একটি অস্থায়ী ঘুমটি ছিল। সেখানে এখনও দু’জন কর্মী আটকে পড়ে আছেন। ঘুমটির অবস্থান জানা গেলেও এখনও তাদের কাছে যেতে পারেনি উদ্ধারকারী দল। তবে চেষ্টা চালিয়ে যাওয়া যাচ্ছে তাদের যতটা দ্রুত সেখান থেকে বের করে আনার।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। আহত অন্তত ৩০।

No comments