Header Ads

মাঝের হাট, ৪ জন মৃত! ব্রিজ ভাঙা নিয়ে তদন্তের দাবি করলেন বিমান বসু।

নজরবন্দি ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভাঙা নিয়ে তদন্তের দাবি জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটা দুঃখজনক ঘটনা। চারজন মারা গিয়েছে। তাদের পরিবারকে সমবেদনা। কিন্তু ব্রিজ ভাঙল কেন তা তদন্ত করা দরকার।’’

প্রসঙ্গত, আজ সন্ধ্যা পৌনে ৫টা নাগাত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝের হাট ব্রিজের একাংশ। পথ চলতি বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা রয়েছে। অন্য দিনের মতন আজ ব্রিজের উপর দিয়ে এবং নিচ দিয়ে গাড়ি চলাচল করছিল। তাই এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কলকাতার সঙ্গে বজবজের যোগাযোগ তৈরি করে এই ব্রিজ। আহত বহু মানুষ, প্রাণহানির আশঙ্কা একাধিক মানুষের। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.