তাঁরা মার সাথে সেলফি তোলার দিন শেষ। কড়া নির্দেশ তারাপীঠ মন্দির কমিটির।
নজরবন্দি
ব্যুরোঃ বীরভূমের তারাপীঠ মন্দির কমিটি কড়া নির্দেশ জারী করলো মা তারার বিগ্রহের সঙ্গে সেল্ফি তোলা যাবে না দর্শনার্থীদের। এছাড়া আরোও একটি নির্দেশ জারি করে ভক্তদের জন্য, বিগ্রহের গায়ে হাত দিয়ে আর পূজো দেওয়া যাবে না। তাছাড়া বিগ্রহকে জড়িয়ে ধরে সেল্ফি তুলে অনেকে সোস্যাল মিডিয়াতে আপলোড করছে বলে জানান মন্দির কমিটির সদস্যরা। যার জন্য এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।

No comments