মাঝেরহাট কাণ্ডের পর শনি এবং রবিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
নজরবন্দি
ব্যুরোঃ মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়ায় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের যান চলাচল ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবথেকে বেশি সমস্যা হচ্ছে বেহালার বাসিন্দাদের। কর্মস্থলে পৌঁছাতে প্রচুর সময় লাগছে। এই সমস্যার কথা ভেবেই শনি এবং রবিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সারাদিনে ২২৪টি ট্রেনের বদলে ২৫০টি ট্রেন চালানো হবে।
রবিবার ১১০টি ট্রেনের বদলে চলবে ১৩৬টি ট্রেন। মেট্রোরেল কর্তৃপক্ষের আশা অতিরিক্ত ট্রেন চালালে বেহালা এবং দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দারা মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে মেট্রোর সাহায্যে কিছুটা সহজে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

No comments