তালাক প্রথা চলছে, চলবে: তৃণমূলের মন্ত্রী
নজরবন্দি ব্যুরো: তিন তালাক বিরোধী বিল নিয়ে অর্ডিন্যান্স জারি করে মোদী সরকার। ফলে এখন থেকে তিন তালাক দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
এই বিষয়ে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস চুপ থাকলেও মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন নিজের মতামত। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেছেন, “তালাক প্রথা চলছে, চলবে।” তবে তাঁর দলের মন্ত্রীর এই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল সুপ্রিমো।
এই বিষয়ে পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী জানিয়েছেন তালাকের অধিকার কোরান এবং শরিয়ত দিয়েছে। এই বিষয়ে বিজেপি বাধা দেওয়ার কেউ নয়। এর পরে তিনি আরও বলেন, ইসলাম ধর্ম বিজেপির দয়ায় বেঁচে নেই।
কোন মন্তব্য নেই