জ্যাসলিনের আগে অনুপ জালোটা কটা বিয়ে করেছেন জানেন?
নজরবন্দি ব্যুরোঃ জানা যাচ্ছে, জ্যাসলিন মাথারুর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অনুপ জালোটা নাকি পর পর ৩টি বিয়ে করেছেন। প্রথমে গুজরাতি কন্যা সোনালি শেঠ-এর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু, বাড়ি থেকে মেনে না নেওয়ায় সোনালির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ভজন গায়কের।
এরপর বিনা ভাটিয়া নামে আরও এক মহিলাকে বিয়ে করেন অনুপ জালোটা। কিন্তু, সেই বিয়েও বেশিদিন টেকেনি।বিনা ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন অনুপ জালোটা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের ভাইঝির সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁর সঙ্গে সাতপাক ঘুরে নেন অনুপ জালোটা। তাঁদের এক সন্তানও রয়েছে। কিন্তু, মারণ রোগে আক্রান্ত হয়ে ২০১৪ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনুপ জালোটার তৃতীয় স্ত্রী মেধা গুজরাল।
কিন্তু, তৃতীয় স্ত্রীর মৃত্যুর পর পরই নাকি গান শেখাতে গিয়ে জ্যাসলিন মাথারুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ৬৫ বছরের এই ভজন গায়ক। যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে অনুপ জালোটা কোনও মন্তব্য করেননি। কিন্তু, অনুপ জালোটা বিগ বসের ঘরে নয়া সঙ্গিনী জ্যাসলিনকে নিয়ে হাজির হওয়ার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
কোন মন্তব্য নেই