সারদা মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারি চায় সিবিআই!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে সারদা মামলায় গতি আনতে চায় আদালত। আর তাই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারি চায় সিবিআই। সূত্রের খবর, তাঁকে গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতি চাইবে সিবিআই। প্রসঙ্গত, কিছুদিন আগেই খবর ছড়ায় সারদা মামলায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই কারণে তাঁকে বারবার ডেকে পাঠালেও বিভিন্ন অজুহাত দেখিয়ে হাজির হননি কমিশনার।
এবার তাই বাধ্য হয়ে সিবিআইয়ের ভারপ্রাপ্ত অফিসার রাকেশ আস্থানা বিষয়টি নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা সেরেছেন। সিবিআই সূত্র জানিয়েছে, পুলিশ কমিশনার না এলে আদালতে গিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির অনুমতি চাইবেন তাঁরা।
সিবিআই কোন আদালতের দ্বারস্থ হবে? এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রাজীব কুমার না এলে বা রাজ্য পুলিশ তদন্তে সহযোগিতা না করলে সিবিআইকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। সিবিআই অবশ্য এখনও চেষ্টা চালাচ্ছে যাতে সুপ্রিম কোর্টে এ ব্যাপারে আবেদনের সুযোগ পাওয়া যায়। সেটা না হলে হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য থাকবেন তারা।

No comments