Header Ads

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সমকামিতা বৈধ হল ভারতে।

নজরবন্দি ব্যুরোঃ ঐতিহাসিক রায়ে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল সমকামিতার অধিকার  বৈধ।
বিচারপতিরা সর্বসম্মতিক্রমে এই রায় দিলেন।এতদিন আমাদের দেশে সমকামিতা অপরাধ বলে বিবেচিত হয়তো। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী যদি একই লিঙ্গের মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তাদের যাবজ্জীবন বা দশ বছর পর্যন্ত জেল হতে পারে। সেই সঙ্গে জরিমানাও হতে পারে

কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিল, ৩৭৭ ধারায় সমকামিতার অধিকার খর্ব করা অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক।  দুজন সমলিঙ্গের মানুষ যদি ব্যক্তিগত পরিসরে যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তা কোনও অপরাধ নয়। এলজিবিটি সমাজের মানুষদের অন্যান্য নাগরিকের মতোই সমান অধিকার রয়েছে। 
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.