Header Ads

'‌গেম অফ থ্রোন্স'‌-এ অভিনয়ের ডাক পেয়েও ফিরিয়ে দিলেন সানি।



নজরবন্দি ব্যুরোঃ  জনপ্রিয় ওয়েবসিরিজ '‌গেম অফ থ্রোন্স'‌-এ অভিনয়ের ডাক পেলেন সানি লিওনি। কিন্তু লাস্যময়ী এই অভিনেত্রী ফিরিয়ে দিয়েছেন অভিনয়ের প্রস্তাব। কোন ভূমিকায় অভিনয়ের জন্য সানিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা খোলসা করে বলা হয়নি। 
একটি সাক্ষাত্‍কার দিতে গিয়ে সানি বলেছেন, '‌কয়েকদিন আগেই প্রস্তাবটা আমার কাছে এসেছিল। আমাকে বলা হয়েছিল, জানি আপনাকে শেষ মুহূর্তে প্রস্তাবটা দেওয়া হচ্ছে।

 কিন্তু অভিনয়ের জন্য আমরা আপনাকেই চাইছি। আর এই প্রস্তাবটা পেয়ে আমি অবাক হয়ে গেছিলাম। এমনকী, আমার এটাও মনে হয়েছিল কেউ বোধহয় আমার সঙ্গে মজা করছে। কিন্তু এমন কিছু সমস্যা হল যে, কাজটা ছেড়ে দিতে বাধ্য হলাম।

Theme images by lishenjun. Powered by Blogger.