এবিভিপি সমর্থকদের স্লোগান থামাতে বলায় ‘দেশদ্রোহী’ তকমা! পায়ে পড়লেন অধ্যাপক।
নজরবন্দি ব্যুরোঃ ক্লাস নিচ্ছিলেন অধ্যাপক আর বাইরে চলছিল এবিভিপি সমর্থকদের স্লোগান "ভারত মাতাকি জয়"। ক্লাস নেওয়া বন্ধ রেখে বাইরে বেরিয়ে আসেন অধ্যাপক এবিভিপি সমর্থকদের উদ্দেশ্যে বলেন স্লোগান থামাতে কারন ক্লাস নিতে অসুবিধা হচ্ছে।
ব্যাস আর যায় কোথায় অধ্যাপকের কপালে জুটল 'দেশদ্রোহী' তকমা! এবিভিপি সমর্থকরা শুধু দেশদ্রোহী বলে থামেনি তারা দাবি তোলে 'দেশদ্রোহী' অধ্যাপক কে ক্ষমা চাইতে হবে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের মন্দসৌরের রাজীব গাঁধী পিজি কলেজ। আর এরপরে অধ্যাপক দীনেশচন্দ্র গুপ্ত যা করলেন তাতে পালানোর পথ পেলনা এবিভিপি সমর্থকরা।
'দেশদ্রোহী' দেগে দেওয়া অধ্যাপক কে ক্ষমা চাইতে বলার সাথে সাথেই ছাত্রদের পায়ে পড়তে শুরু করলেন তিনি! ঘটনার আকস্মিকতায় চমকে গিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবিভিপি সমর্থকরা। ছাত্রদের এই আচরণের ব্যাপক সমালোচনা করেছেন কলেজের অধ্যক্ষ। পথা না পেয়ে ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয়েছে এবিভিপি নেতৃত্ব।
ব্যাস আর যায় কোথায় অধ্যাপকের কপালে জুটল 'দেশদ্রোহী' তকমা! এবিভিপি সমর্থকরা শুধু দেশদ্রোহী বলে থামেনি তারা দাবি তোলে 'দেশদ্রোহী' অধ্যাপক কে ক্ষমা চাইতে হবে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের মন্দসৌরের রাজীব গাঁধী পিজি কলেজ। আর এরপরে অধ্যাপক দীনেশচন্দ্র গুপ্ত যা করলেন তাতে পালানোর পথ পেলনা এবিভিপি সমর্থকরা।
'দেশদ্রোহী' দেগে দেওয়া অধ্যাপক কে ক্ষমা চাইতে বলার সাথে সাথেই ছাত্রদের পায়ে পড়তে শুরু করলেন তিনি! ঘটনার আকস্মিকতায় চমকে গিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবিভিপি সমর্থকরা। ছাত্রদের এই আচরণের ব্যাপক সমালোচনা করেছেন কলেজের অধ্যক্ষ। পথা না পেয়ে ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয়েছে এবিভিপি নেতৃত্ব।
