Header Ads

রাম মন্দির কি আদৌ তৈরি হবে অযোধ্যায়? শীর্ষ আদালতের রায় যাবে কোন দিকে আজ?

নজরবন্দি ব্যুরোঃ নামাজ পাঠ কি শুধুমাত্র মসজিদেই সম্ভব? নাকি অন্যত্রও তা সম্ভব? ১৯৯৪ সালে তৈরি হওয়া এক প্রশ্ন সংকান্ত মামলার পুনর্বিবেচনার দিন আজ। এবিষয়ে সুপ্রিম কোর্ট আজ কি রায় দেয় তার ওপর নির্ভর করছে আরও একটি মামলার ভবিষ্যৎ।
অযোধ্যার রাম মন্দির ও বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, নমাজ পড়ার জন্য মসজিদ আবশ্যক নয়। আর সেই কারণে সরকার যদি চায় তাহলে কোনো মসজিদের জমি অধিগ্রহণ করতে পারে। এই রায়ের পুনর্বিবেচনার দাবি জানিয়ে শীর্ষ আদালতে ফের আপিল করে মুসলিম সংগঠন গুলি। ওই রায় পুনর্বিবেচনা করা সম্ভব কিনা সেই বিষয়ে আজ সিদ্ধান্ত শোনাবে আদালত। আদালতের সিদ্ধান্ত যদি মুসলিম সংগঠন গুলির পক্ষে যায় তাহলে বাবরি মসজিদ বিষয়ক মূল মামলার রায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আদালত যদি জানায়, মসজিদ নমাজ পাঠের জন্য আবশ্যক তাহলে সরকারের জমি অধিগ্রহণ ও রাম মন্দির তৈরির বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়বে। দুপুরে আদালতের সিদ্ধান্ত জানার অপেক্ষায় মুসলিম ও হিন্দুত্ববাদী উভয় গোষ্ঠীই।
Theme images by lishenjun. Powered by Blogger.