‘শিক্ষা-রত্ন’ পাচ্ছেন পরীক্ষিৎ কামিল্যা!
নজরবন্দি ব্যুরো: এই বছর ‘শিক্ষা-রত্ন’ সম্মান পাচ্ছেন পরীক্ষিৎ কামিল্যা। পরীক্ষৎ-বাবু বাঁকুড়ার জঙ্গল-মহলের রাইপুরের মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গিয়েছে।
২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর কলকাতার নজরুল মঞ্চে শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে শিক্ষকতার শ্রেষ্ঠ সম্মান তুলে দেওয়া হবে। এই সম্মান তাঁর হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মান জানাতে ‘শিক্ষা-রত্ন’ পুরস্কারের সূচনা করেন। প্রতি বছর শিক্ষক দিবসের দিন এই সম্মান প্রদান করা হয়ে থাকে। ইতিমধ্যে বাঁকুড়ার জঙ্গল মহলের দু’জন শিক্ষক এই পুরস্কার পেয়েছেন। তাদের মধ্য এক জন সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধনচন্দ্র মণ্ডল। আর চলতি বছরে রাইপুরের মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই পুরস্কার পাচ্ছেন। এই খবরে খুশি স্কুল পড়ুয়া ও মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

No comments