Header Ads

এবার থেকে প্রভিডেন্ট ফান্ডে আধার আর বাধ্যতামূলক নাও থাকতে পারে!

নজরবন্দি ব্যুরো: আবার চাপের মুখে পড়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) নাম নথিভুক্তিকরণের সময় আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে এলো মোদী সরকার।
শ্রম-মন্ত্রক সূত্রেই এমন খবর জানা গিয়েছে । ইতিমধ্যেই অসম, মেঘালয় এবং নাগাল্যান্ডে আধার নম্বর ছাড়াই যাতে শ্রমিক-কর্মচারীরা ইপিএফে নাম নথিভুক্ত করতে পারেন, সেই ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।
সামনে লোকসভা নির্বাচন। তার আগে গোটা দেশের সর্বত্র কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে এমন সিদ্ধান্ত কার্যকর করতে পারে বলে বিশেষ সূত্রে খবর। এর আগে দেশের সরকারি এবং বেসরকারি সংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মীদের আধার নম্বর থাকা বাধ্যতামূলক করেছিল শ্রম-মন্ত্রক। এই পরিস্থিতিতে তিনটি রাজ্যে এভাবে আধার নম্বর ছাড়াই ইপিএফে নাম নথিভুক্তিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.