মাত্র ১০ দিনের মধ্যেই মিলবে পাসপোর্ট। ঘোষণা সরকারের। কিভাবে জানুন।
নজরবন্দি
ব্যুরোঃ অনলাইনে পাসপোর্টের জন্য আবেদনের সুবিধা চালু হয়েছিল আগেই।এবার অনলাইনে আবেদন করার মাত্র ১০ দিনের মধ্যেই মিলবে হাতে-গরম পাসপোর্ট। একইসঙ্গে কেবল আধার কার্ড থাকলেই আর আগের মতো পাসপোর্টের জন্য প্রয়োজন হবে না সমস্ত নথিপত্রের।
আধার থাকলেই অনলাইনে ফর্ম জমা দেওয়ার তিন দিনের মধ্যে মিলবে অনুমোদন ও আরও সাত দিনের মধ্যেই মিলবে আস্ত পাসপোর্ট। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রক সূত্রে এ কথাই জানা গিয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই