Header Ads

নারদা কাণ্ডে নতুন মোড়। কন্ঠস্বরের নমুনা জমা দিলেন বিজেপি নেতা মুকুল রায়।


নজরবন্দি ব্যুরোঃ  নারদে অভিযুক্তদের কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই সেই নির্দেশ মতো নমুনা জমা দিলেন বিজেপি নেতা মুকুল রায়নারদ তদন্তের শুরু থেকেই সিবিআইকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন মুকুল
তবে, দীর্ঘদিন তদন্ত নিয়ে না সিবিআইয়ের তরফে না অভিযুক্তদের তরফে, কোনও তরফেই কোনও অগ্রগতি দেখা যায়নিতদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে আদালতও এরই মধ্যে নারদ কাণ্ডে কণ্ঠস্বরের নমুনা জমা দিলেন  এই বিজেপি নেতা নারদ নিউজের স্টিং অপারেশনে যে ভিডিও দেখানো হয়েছে তাঁর অডিও- সঙ্গে মিল আছে কিনা যাচাই করার জন্য অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।


নির্দেশ মতো কণ্ঠস্বরের নমুনা জমা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। সিবিআইয়ের তরফে অন্য অভিযুক্তদেরও কণ্ঠস্বরের নমুনা চাওয়া হয়েছিল। তবে, এখনও অধিকাংশ অভিযুক্তই তা জমা দেননি। এখনও পর্যন্ত ১২ জনের মধ্যে জন অভিযুক্ত কণ্ঠস্বরের নমুনা জমা দিয়েছেন। যারা জমা দেননি, তাদের কণ্ঠস্বরের নমুনা যাচাইয়ের জন্য বিকল্প রাস্তার কথা ভাবা হচ্ছে।

সিবিআই সুত্রের খবর, যে জন অভিযুক্ত এখনও কণ্ঠস্বরের নমুনা জমা দেননি তাদের কণ্ঠস্বরের নমুনা চাওয়া হবে বিভিন্ন সংবাদমাধ্যমের থেকে। নমুনা চাওয়া হবে লোকসভা টিভির কাছে থেকেও। এই নমুনাগুলি পাঠানো হচ্ছে ফরেনসিক দলের কাছে। সেই কণ্ঠস্বরের নমুনা যাচাই করে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে আদালতে



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.